উ‌খিয়ায় ব্র্যাকের উদ্যোগে সম্প্রীতির সমাজ গড়ি শীর্ষক সে‌মিনার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১

বি‌শেষ প্রতি‌বেদক ●

কক্সবাজা‌রের উ‌খিয়ায় ব্রা‌কের উ‌দ্যো‌গে সম্প্রী‌তির সমাজ গ‌ড়ি প্রকল্প গ‌বেষনা প্রতিবেদন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে উপ‌জেলা মিলনায়ত‌নে।

বৃহস্প‌তিবার, ২৩ ডিসেম্বর সকাল ১১টায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে অনু‌ষ্টিত সে‌মিনা‌রে সভাপ‌তিত্ব ক‌রেন উখিয়া উপজেলা প‌রিষ‌দের ভাইস‌ চেয়ারম‌্যান জাহাঙ্গীর আলম।
ব্র্যাক কর্তৃক সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের সহযোগীতায় সকল ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা, ঐক্য, সংহতি, পারস্পরিক সেতু বন্ধন ও সমা‌জে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরির জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘সম্প্রীতির সমাজ গড়ি’ প্রকল্পের চলমান কার্যক্রম প্রকল্প গ‌বেষনা প্রতিবেদন শেয়ারিং কর্মশালায় প্রধান আ‌লোচক ছি‌লেন অধ‌্যাপক হাসান শাহ‌রিয়ার ও না‌হিদ সি‌দ্দিকী।
এসময় সম্প্রী‌তির সমাজ গ‌ড়ি শীর্ষক উপ‌স্থি‌তি ব‌্যা‌ক্তিব‌র্গকে প্রশ্ন উত্ত‌রের পাশাপা‌শি বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প্রানী সম্পদ অ‌ফিসার মো: শাহাব উ‌দ্দিন, মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার মো: বদরুল ইসলাম, উ‌খিয়া প্রেসক্লা‌বের সিনিয়র সাংবা‌দিক যথাক্রমে ফারুখ আহ‌মেদ, জ‌সিম উ‌দ্দিন চৌধুরী, হুমায়ুন ক‌বির জুশান, সোলতান মাহমুদ চৌধুরী, অনলাইন প্রেসক্লা‌বের সভাপ‌তি শ‌ফিক আজাদ, সাধারন সম্পাদক পলাশ বুড়ুয়া, উপ‌জেলা প্রেসক্লাব উ‌খিয়ার সভাপ‌তি সাংবা‌দিক মোস‌লেহ উ‌দ্দিন। সাংবা‌দিক‌দের আরও উপ‌স্থিত ছি‌লেন ই‌ত্তেফা‌কের র‌ফিক উ‌দ্দিন বাবুল, সমকা‌লের হা‌নিফ আজাদ, উখিয়া ক্রাইম নিউ‌জের সম্পাদক মাহমুদুলক বাবুল, সাঙ্গুর মোহাম্মদ শহীদ প্রমুখ।

মুক্ত আলোচনায় প্রধান সমন্বয়ক হি‌সে‌বে ব্র্যাকের সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান রিপন। প্রকল্পের স্টাডি ও প্রতিবেদন শেয়ারিং সঞ্চালনায় ছি‌লেন সি‌নিয়র জেলা ব‌্যবস্থাপক (‌সেলপ) লুইস গমেজ।

সীমান্তবাংলা / ২৩ ডিসেম্বর ২০২১