শতব‌র্ষি বৃ‌দ্ধের জেলা প্রশাস‌কের প্রতি আকু‌তি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নিজস্ব প্রতিবেদক ;
উখিয়ার কুতুপালং প‌শ্চিমপাড়ার নাগ‌রিক আয়ুব আলী ফ‌কির। কুতুপালং বাজা‌রে একজন ভু‌মিহীন নাগ‌রিক হিসা‌বে কে তা‌কে না চে‌নে?

ক‌বির কোম্পানী বা‌ড়ি সংলগ্ন বন ও খাসজ‌মিসহ ৪০ শতক জ‌মি দীর্ঘ ৬০ বৎসর উর্ধকাল দখলামল ক‌রে আস‌ছেন। ‌কিন্তু ২০২৩ সা‌ল হ‌তে একই এলাকার হোছন আহম‌দের ছে‌লে শাহজাহা‌নের নজর প‌ড়ে। স্থানীয় কিছু সন্ত্রা‌সি‌দের হা‌তে নি‌য়ে জবর দখ‌লের জন‌্য কাচাঘর তৈ‌রি ক‌রে।

এসময় উখিয়া এসিল‌্যান্ড আমিনুল এহেসান খান সেখা‌নে এক‌টি লাল নো‌ঠিশ টা‌ঙ্গি‌য়ে দেয়। এর কিছু‌দিন পর পাকাদালা‌নের মা‌র্কেট তৈ‌রির জন‌্য বি‌ল্ডিং ম‌্যা‌টে‌রিয়ালস্ মজুদ ক‌রে। পরব‌র্তি এসিল‌্যান্ড না‌জিম উদ্দিন প‌রিদর্শণ ক‌রেন এবং তা‌কে সেখা‌নে মা‌র্কেট তৈ‌রি‌তে বারণ ক‌রেন। কিন্ত কর্তৃপ‌ক্ষের নি‌ষেধ অম‌্যান‌্য ক‌রে পু‌রোদ‌মে সেখা‌নে মা‌র্কেট তৈ‌রি ক‌রা হ‌লে সর্বশেষ, জেলা প্রশ‌াসন কর্তৃপক্ষ এ দখলবাজ শাহজাহা‌নের বিরু‌দ্ধে এক‌টি উচ্ছেদ মামলা রুজু ক‌রেছে।
উল্লেখ‌্য, এ জ‌মি ভু‌মিহীন হিসা‌বে আয়ুব আলী ফ‌কি‌রে না‌মে প্রয়োজনীয় দ‌লিল দস্তাবেজ র‌য়ে‌ছে। টাকাওয়ালা‌দের আরও টাকা চাই, হোক গরী‌বের হক, নাহয় লুন্ঠনে। কোথাও শা‌ন্তি নেই সাধারণ মানু‌ষে। শতব‌ষর্ষি বৃ‌দ্ধের এ জ‌মি‌টি ফি‌রি‌য়ে পাইতে মাননীয় জেলা প্রশাস‌কের প্রতি আকু‌তি জা‌নি‌য়ে‌ছেন।