বালুখালীতে র‍্যাব পরিচয় দিয়ে ১৮লক্ষ টাকার স্বর্ণের বার ছিনতাই

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩

 

মুসলিম উদ্দিন :
উখিয়ার বালুখালির আছইন্না পাহাড় সংলগ্ন এলাকায় র‍্যাব-১৫’র পরিচয়ে রোহিঙ্গার স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একাধিক স্থানীয় ও এক রোহিঙ্গা।

গত রবিবার (২৬ ফ্রেব্রুয়ারি-২০২৩ইং) দুপুর ১২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, বালুখালির আছইন্না পাহাড় সংলগ্ন এলাকা থেকে রোহিঙ্গা এক স্বর্ণ ব্যবসায়ি হতে ২০ভরি (আনুমানিক মূল্য ১৮লক্ষ টাকা) ওজনের স্বর্ণের বার ছিনতাইকরেছে। সুত্রে জানা যায়, স্বর্ণেরবার, চিন্তায়কারীরা হলেন ,বালুখালি ২ নং ওয়ার্ডের মীর কাসেমের ছেলে দিদার মিয়া (প্রকাশ আব্বিয়া), একই এলাকার জহুর আলমের ছেলে উম্মে হাসান, বার্মায়া বেলালের ছেলে নুরুল আমিন বাদশা, প্রকাশ – শিং বাদশা, বদিউর রহমানের ছেলে হেলাল উদ্দিন, ও মিজানুর রহমান। স্থানীয়রা বলছেন, এই চক্রের আরো একাধিক ব্যক্তিসহ, বড় একটি চক্র উখিয়ার বালুখালীতে প্রায় সময় র‍্যাব, পুলিশ, ডিবি, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন পরিচয়ে টাকা পয়সা, স্বর্ণ, ইয়াবা এসব ছিনিয়ে নেওয়া তাদের কাজ। এই চক্রের বিরুদ্ধে রয়েছে ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলা। স্থানীয়রা বলছে যত অপরাধ সংঘটিত হয় এই চক্রটির মাধ্যমে হয়ে থাকে৷ স্থানীয়দের দাবি তাদের আইনের আওতায় আনা হলে বালুখালী অপরাধ মুক্ত হবে।

(প্রথম পর্ব)