মাধবদীতে ভূয়া র‍্যাব কমান্ডার আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪

মো: খায়রুল ইসলাম :

নরসিংদী জেলার মাধবদী থানাধীন পৌর এলাকা থেকে র‍্যাব পরিচয় প্রদানকারী ২জন আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার ছোট গদাইরচর মাধবদী পৌর সভার সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশীকালে ৪ এপ্রিল বিকেল ৩টায় মোটর সাইকেল চালককে থামানোর সিগনাল দেন দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় মোটর সাইকেল আরোহী নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে পকেটে থাকা আইডি কার্ড প্রদর্শন করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল আরোহীর কথাবার্তায় অসজ্ঞতি দেখা দিলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী স্বীকার করে প্রতারণার উদ্দেশ্যে ভূয়া আইডি কার্ড দেখিয়ে র‍্যাব পরিচয় দিয়ে আসছে।

আটককৃত ২জন হলো নরসিংদী জেলার সদর থানার শেখেরচর এলাকার সুজন মিয়ার ছেলে মো. আল আমিন (২৯) ও লুৎফর রহমানের ছেলে রহমত উল্লাহ(২৩)।

উক্ত বিষয়ে মাধবদী থানায় একটি মামলায় রুজু করা হয়েছে। মামলা নং ০১।