পেনসিলভানিয়ার ভোট বাতিল চেয়ে ট্রাম্পের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন।

ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে।

এদিকে, মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন যে তারা এ নিয়ে আপিল আদালতে যাবেন।

আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৮ নভেম্বর ২০২০)