পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন”২০২২ইং অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২

চট্রগ্রাম প্রতিনিধি ;

বাংলাদেশ আওয়ামী”স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন”২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী”স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি ও সাতকানিয়া পৌরসভার বার বার নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ জুবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শহীদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন জহির,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নাছির উদ্দীন, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবাব মিয়া রফিক, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ শান, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাদ্দাম, পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী শের আলী, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মোজাম্মেল হক সহ আরও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সপ্ন বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার সুদক্ষ নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের চলমান এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তাই যারা দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিলো তাদেরকে পদপদবী দিয়ে মূল্যায়ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটি ভোট কেন্দ্রে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন বক্তারা।