বিএনপি পলাতক দল, আন্দোলন সফল হবে না: ওবায়দুল কাদের

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩

বিএনপিকে পলাতক দল বলে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে দল আন্দোলন থেকে পালিয়ে যায় সে দলের অসহযোগ আন্দোলন সফল হবে না।’

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন সফল হবে না। যে দল পালিয়ে গেল, সে দল অসহযোগ আন্দোলন করবে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাটবাজার, দোকানপাট, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। যতই অগ্নিসন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পোড়াচ্ছে ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে উপস্থিত স্বাভাবিক।

বিল ও ট্যাক্স আদায়ের বিষয়ে ওবায়দুল কাদের যাদের ট্যাক্স বাকি, যাদের বিল বাকি, তাদের বিল আদায়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা লোন নিয়ে পাচার করেছে এদের তালিকা প্রস্তুত করুন। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িভাড়া আদায় করতে বলছি। এদের আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ট্যাক্স আদায় করতে হবে, সাজাও দিতে হবে। আমরা ওই পথে আছি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে টুকটাক সমস্যা হয়েই থাকে, মেজর কোনো প্রবলেম হয়নি। মোটামুটি ঠিকই আছে। যারা আন্দোলন করতে গিয়ে পালিয়ে গেছে, উঁচু গলায় বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তার নেতারা পালিয়ে যাচ্ছে, এমনকি অলিগলিও খুঁজছে। অথচ দেখা গেল ২৮ তারিখে কী যে দৌড়। এখানে পড়ে, ওখানে গিয়ে পড়ে। এই পলাতক দল আবার অসহযোগ আন্দোলন করবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় যাই, গতকালও সিলেটে গিয়ে যে অবস্থা দেখেছি, বিএনপিকে মানুষ ‘অসহযোগ’ করছে। তারেক টেমস নদীর ওপার থেকে হুমকি ধমকি দিচ্ছে। সাহস থাকলে আসুন। রিমোট কন্ট্রোল পলাতক নেতা কী করে নেতৃত্ব দেবে। মানুষকে মোকাবেলা করুক। জেলে যাওয়ার সাহস অর্জন করুক। রিমোট কন্ট্রোল নেতাকে কখনোই মানুষ আস্থায় নেয় না।’

বিএনপি নেতা মঈন খানের সমালোচনা করে তিনি বলেন, ‘মঈন খান স্বপ্ন দেখেছেন নির্বাচনের পর সরকার ৫ দিনও টিকবে না। ইনশাআল্লাহ ৫ বছর টিকবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুরকন্যা। জীবনেও বঙ্গবন্ধু আপস করে নাই। তার কন্যার অভিধানেও আপস শব্দ নেই।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, গোলাম রাব্বানী চিনু প্রমুখ।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন