নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ৯ টি অস্ত্র উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৭, ২০২২

 

এম. এ. রহমান সীমান্ত ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় ৬ জুন রাত সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা হতে ০১টি ১২ বোর একনলা বন্দুক, ০৫টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ০৩টি দেশীয় তৈরী পিস্তলসহ মোট ০৯টি অবৈধ অস্ত্র মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাহাড়ের ঝোঁপের থেকে এই অবৈধ আগ্নি আস্ত্র উদ্ধার করা হয় এই ব্যাপারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসাইন সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।