ঘুর্নিঝড় ও জলোচ্ছাস হতে রক্ষা করতে ভাসানচরের চারিপাশে নির্মান করা হয়েছে বেঁড়িবাঁধ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০

ঘুর্নিঝড়, জলোচ্ছাস সহ জোয়ার, ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ভাসানচরকে রক্ষার জন্য চারপাশে নয় ফুট উচ্চতার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এই বাঁধ ১৫ ফুট পর্যন্ত উঁচু করা হবে বলে জানালেন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক কমোডোর চৌধুরী বলেন, অনেক শক্তিশালী ঝড় এই চরের উপর দিয়ে গেলে অবকাঠামোর ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের জীবন বিপন্ন হবে না।

এই চর যাতে ভাঙনের কবলে না পড়ে, সেজন্য প্রায় তিন কিলোমিটার জুড়ে শোর প্রোটেকশন স্থাপন বা তীর রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

সমুদ্রের যে পাশ থেকে ঢেউ চরে আঘাত করে, সেই পাশেই শোর প্রোটেকশন দেয়া হয়েছে।

শোর প্রোটেকশন থেকে ৫০০ মিটার ভেতরে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ১১ ডিসেম্বর ২০২০)