উ‌খিয়ায় কুতুপালং-ঘুমধুম সংযুক্ত সড়‌ক উন্নয়‌নে ব‌্যাপক অ‌নিয়ম: স্থানীয়‌দের ক্ষোভ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২

সীমান্তবাংলা প্রতি‌বেদক ■ কক্সবাজা‌রের উ‌খিয়ায় কুতুপালং হ‌তে ঘুমধুম কা‌নে‌ক্টিং সড়‌কে নিম্ন মা‌নের কং‌ক্রিট, আর‌সি‌সি ঢালাই কা‌জে সি‌মেন্ট কম ব‌্যবহারসহ পাহাড়সম অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ঠিকাদারী প্রতিষ্টা‌নের বিরু‌দ্ধে। স্থানীয় প্রত‌্যক্ষদর্শীরা চরম অসন্তোষ আর ক্ষে‌াভের সা‌থে ব‌লেন, গত ৯‌ ফেব্রুয়ারী সড়‌কে রো‌হিঙ্গা আনা‌ড়ি শ্রমিক আর‌সি‌সি ঢালাই‌ ক‌রেন ঠিকাদারী প্রতিষ্টান। পর‌দিন দেখা যায়, রাস্তার ঢালাই ফে‌টে চৌ‌চির। উখিয়ার কুতুপালং উত্তর ঘুমধুম কানেক্টিং সড়‌কের পুর্ব পাড়ার স্থানীয়রা জানান, এ অ‌নিয়‌মের খবর অনলাইন মি‌ডিয়া‌তে ছ‌ড়ি‌য়ে পড়‌লে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা ত‌ড়িঘ‌ড়ি ক‌রে সিমেন্ট আর সুড়‌কি দিয়ে সড়কের ক্ষত স্থানগুলো ঢেকে দেয়।

চলমান কোটি টাকার উন্নয়ন কাজ চল‌ছে শ্রমিক নির্ভর। এসব উন্নয়ন প্রকল্প কাজ চলাকালে তদারকি প্রশাসন এলজিইডি প্রকল্প সংশ্লিষ্ট ও ঠিকাদারের নিয়োজিত সাইড প্রকৌশলী দায়িত্ব পালনের কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা পরিলক্ষিত হচ্ছেনা। এ সুবা‌দে ঠিকাদারী প্রতিষ্টান যেন‌তেনভা‌বে রো‌হিঙ্গা শ্রমিক দি‌য়ে কাজ করায় স্থানীয়‌দের চরম হতাশা ও ক্ষোভ বিরাজ কর‌ছে।