উখিয়ায় গরু বাধা নিয়ে বিরোধ, সংঘবদ্ধ হামলায় স্বামী-স্ত্রী আহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় মাঠে গরু বাধা নিয়ে বিরোধের জের সংঘবদ্ধ হামলার ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে জখমী জাহিদা আক্তার।

১৪ আগস্ট দুপুর ১২ টার দিকে রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মাছকারিয়া গ্রামে ইয়াকুব আলীর জমিতে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে প্রকাশ, ঘটনার দিন দক্ষিণ মাছকারিয়া এলাকার আব্দু জব্বারের স্ত্রী জাহিদা আক্তার নিজের গৃহপালিত গরু পাশ্ববর্তী জনৈক ইয়াকুব আলীর জমিতে ঘাস খাওয়ার উদ্দেশ্যে বেধে দিলে একই এলাকার সংঘবদ্ধ সন্ত্রাসী প্রকৃতির মো: নছিমের ছেলে ছৈয়দ, জামাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান, আজিজুর রহমানের ছেলে আকবর আলী, জামাল উদ্দিনের ছেলে শুক্কুরসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা এই হামলা করে।

এতেও ক্ষান্ত হননি সন্ত্রাসীরা, তাদের অব্যাহত হুমকিতে ভীতিকর অবস্থায় আছি।

এ ঘটনায় জাহিদা আকতার ও আব্দু জব্বার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছৈয়দের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপক্ষের মধ্যে হামলার ঘটেছে। তবে এ ঘটনায় আমি জড়িত নয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।