জামায়ত জোট সরকারের আমলে” ২১ আগষ্ট হত্যাকান্ডের বিচার দাবীতে: আলোচনা সভা অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২

 

নুরুল ইসলাম বিজয়, উখিয়া

বিগত -জামায়ত জোট সরকার কর্তৃক ২০০৪ সালে ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ন সমাবেশে নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়। নিহত আইবির রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে নির্মম হত্যাকান্ডের বিচার দাবীতে আলোচনা সভা হয়েছে।

রবিবার ২১ আগষ্ট বিকাল ৪ টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন মেম্বার, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি সাহাব উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরশেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মৃদুল আইচ, উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইব্রাহীম, উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক মেম্বার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলো, শামসুল আলম বলি, নুরুল ইসলাম বিজয় ও উখিয়া থানার পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।