WORLD EDU OOV বিশ্ব মানের গ্লোবাল ওয়ার্ক- স্ট্যাডি উদ্যোগে আলোচনা সভা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৬, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা বা গবেষনায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশও পিছিয়ে নেই।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও অ্যামেরিকার ব্যবস্থাপনায় এই প্রথম বিশ্ব মানের গ্লোবাল ওয়ার্ক-স্ট্যাডি প্রোগ্রাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইটুডি ওয়ার্ল্ড স্কুল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বক্তারা বলেন, মাইক্রো ল্যান্ডিং, ম্যাস পাবলিক হেলথ ডেভেলপমেন্টে বাংলাদেশের সুনাম রয়েছে। এবার গ্লোবাল হিউম্যান লার্নিং ও ডেভলোপমেন্টেও বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ ।

এবং এই গ্লোবাল ওয়ার্ক স্ট্যাডি মধ্যপ্রাচের বাংলীদের জীবন যাত্রা বদলে দিতে পারে তার উপর প্রায়োগিক কিসান কলাম করলে তাতে e2D ওয়াল্ড ফিনান্সিয়াল ছয় পর্যন্ত সাংগঠনিক সাংবাদিককে রিসার্চ ফেলো হিসেবে পালাক্রমে নিয়োগ করবে।

বক্তারা আরও বলেন এই রিসার্চ পৃথিবী খ্যাত ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া রিসার্চ ইনিশিয়েটিভ দ্বারা নিয়ন্ত্রিত।

আগামী কয়েক মাসের মধ্যে তিনশত নতুন উদ্দোগী কর্মীকে বাংলাদেশ নিয়োগ দিবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা বারি কাহার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন e2D world school Financials সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান বারি কাহার, আইরিনা কাহার(পিএইছ ডি),ইঞ্জিনিয়ার সুমিত কুমার সাহা, নাসিদ আলী,ডাঃ নুসরাত জাহান দৃষ্টি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ওয়াকিং ক্লাবের মো: জহিরুল হক আরিফ এবং কর্মকর্তারাসহ আমন্ত্রিত অতিথিরা।