সিরাজগঞ্জ সলঙ্গা রক্তাক্ত বিদ্রোহ দিবস আজ।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪

 

মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

আজ ২৭ জানুয়ারি ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস!
মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আজ ২৭ শে জানুয়ারি ঐতিহাসিক রক্তাক্ত
সলঙ্গা বিদ্রোহ দিবস।১৯২২সালের এই দিনে
সলঙ্গা হাটে তৎকালীন বৃটিশ সরকারের
লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নিষ্ঠুরতম
হত্যাকান্ড চালায়।এই হত্যাকান্ড প্রায়
সাড়ে ৪হাজার বিলেতীপণ্য বর্জন
আন্দোলনের কর্মীসহ সাধারণ হাটুরে জনতা
শহিদ হন।তৎকালীন সময়ে উত্তরবঙ্গের
ব্যবসায়িক জনপদ খ্যাত সলঙ্গায় সপ্তাহে
২দিন হাট বসত।মাওঃআঃরশিদ তর্কবাগীশের
নেতৃত্বে অসহযোগ ও খেলাফত আন্দোলনের
কর্মীরা হাটে নামে বিলেতীপণ্য
কেনাবেঁচা বন্ধ করতে।এ স্বদেশী
আন্দোলনের কর্মীদের রুখতে পুলিশবাহিনী
গ্রেফতার করে মাওঃ আঃ রশিদ
তর্কবাগীশকে।প্রিয়নেতাকে মুক্ত করতে
বিদ্রোহে ফেটে পরে সলঙ্গার সংগ্রামী
জনতা।ঠিক তখনি শুরু হয়ে যায় ৩৯জন পুলিশের
বুলেট বৃষ্টি।এ হত্যাকান্ডে হতাহতের সংখ্যা
সরকারিভাবে সাড়ে৪হাজার দেখানো হলেও
আরও বেশি ছিল বলে জানা যায়।যা
জালিয়নবাগের হত্যাকান্ডকে হার মানায়।
অথচ আমাদের ইতিহাস ও উপমহাদেশের
ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের এই
গুরুত্বপূর্ণ ঘটনা রহস্য জনক ভাবে চাপা পড়ে
আছে।