সাবরাং ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন। 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

সাবরাং ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সাবরাং ইউনিয়ন, নোয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের হল রুমে খতমে কুরআন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।
সকাল ৮.ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন৷ ৯.ঘটিকায় জাতীয় দলীয় পতাকা অর্ধ নিমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়৷

সকাল ১০ ঘটিকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সাবরাং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী। সভাপতি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন,আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে এই দিনে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনকের বুক। এমন কি সে ঘাতকের গুলি থেকে রক্ষা পায়নি ছোট শিশু শেখ রাসেল ও সে কথা স্মরণ করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বর্তমান উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে পুনরায় ক্ষমতায় বসাতে হবে এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গ্রুপিং রাজনৈতি বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পথচলা এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে মানুষের কাছে ভোট চাইতে বলেন। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য রমজান আলী,
টেকনাফ সদর ইউনিয়ন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন। সাবরাং ইউনিয়নের ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৮নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, ৯নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, ৭নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিস্ত্রি, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন, নুর মোহাম্মদ, ফারুক, শাহপরীর দ্বীপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাহেদ উল্লাহ।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ ইসমাইল সিআইপি,
আব্দুর রহমান, শরীফ হোসেন, আব্দুল হান্নান,
করিম উল্লাহ,আব্দুল আমিন,সিরাজ উল্লাহ,
৯নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি জুবাইর,
৮নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক, ৭নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন, ডাঃ নাজির হোসেন, মৌলভী রশিদ উল্লাহ, ষঅলি আহমদ,মোঃ আমিন প্রমুখসহ
সাবরাং ইউনিয়ন, আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।