মিয়ানমারে ২য় দিনের মতো সেনা সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১

সীমান্তবাংলা আন্তর্জাতিক ডেস্কঃ

অংসান সুচিসহ তার মন্ত্রীসভার বেশ কয়েকজন গুরুত্বপুর্ন মন্ত্রীকে গ্রেফতারের পর থেকে শুরু হওয়া মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সামরিক সরকার বিরোধী আন্দোলন।

এতে নির্বাচিত সরকারের নেতাদের মুক্তি দেয়ার পাশাপাশি সামরিক শাসনের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে দেশটির সামরিক জান্তা বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর আগে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। এরমধ্যেই বিভিন্ন বাধা সত্ত্বেও সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।

সেনা অভ্যুত্থান বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইয়াঙ্গুনে। দেশটির রাজধানী নেপিডো এবং মানদালায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রায় দশ হাজার আন্দোলনকারী বিক্ষোভে অংশ নিয়েছে। বিভিন্ন জায়গায় আন্দোলকারীদের বাধা দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা ‘সামরিক স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্রের জয় হোক, বলে স্লোগান দেন। অং সান সু চি ও বন্দী নেতাদের মুক্তি দাবি করেন তারা।

অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক সিন টার্নেলকে আটক করেছে সেনাবাহিনী। ২০১৭ সালে থেকে নেপিডোতে বাস করছিলেন টার্নেল।

( সীমান্তবাংলা/ শা ম/ ৭ জানুয়ারী ২০২১)