মহেশখালীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২

জুয়েল চৌধুরী মহেশখালী প্রতিনিধি ;

ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মহেশখালী থানায় মামলা করা হয়েছে।

১২ ফেব্রুয়ারী (রবিবার) সকালে সাংবাদিক শেখ আব্দুল্লাহর পিতা বাদী হয়ে মোহাম্মদ শান্ত, জসিম উদ্দিন সরওয়ার, সরফরাজ, রিয়াদ, জাহিদ, নঈম উদ্দিন, তৌহিদ, আবদুল মাবুদ, নাজির হোসেন, রায়হানসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলার গোরকঘাটা চৌরাস্তার মোড়ে নির্বাচনী সহিংসতার তথ্য সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন দৈনিক আলোকিত প্রতিদিনের সাংবাদিক শেখ আবদুল্লাহ। সন্ত্রাসী হামলার খবর শুনে দ্রুত মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনার নিন্দা ও আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি’র নেতৃবৃন্দ।

সীমান্তবাংলা / ১৩ ফেব্রুয়ারী ২০২২