চট্টগ্রামে একদিনে করোনায় রেকর্ড আক্রান্ত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। শুক্রবার (০২ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৯টি ল্যাবে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৩৬ জনই নগরীর বাসিন্দা।

৮২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর রাঙ্গুনিয়ায় ১০ জন আক্রান্ত পাওয়া গেছে। বাকি উপজেলার প্রতিটিতে সংক্রমণ এর চেয়ে কম।

চট্টগ্রামে এ নিয়ে ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে নগরীতে ৩২ হাজার ৪৯৮ জন এবং উপজেলায় ৮ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৩৮৯ জন। এর মধ্যে নগরীতে ২৮৫ জন এবং উপজেলায় ১০৪ জন।

 

০২এপ্রিল/কেআই/এডমিন/ইবনে

 

 

সংবাদটি শেয়ার করুন