ঘুমধুম-তুমব্রু-বালুখালী মালিক শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৫, ২০২১

মাহমুদুল হাসানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অন্যতম শ্রমিক মডেল সংগঠন “ঘুমধুম-তুমব্রু-বালুখালী সিএনজি, মাহিন্দ্রা,টমটম, মিশুক, মালিক-শ্রমিক সমবায় সমিতির( রেজিঃনং-৪৯৯ বা/বান ১৩/০৮/২০১৩)এর কার্যকরী কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।৫ মার্চ সকাল ৯ টা থেকে তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।উক্ত সংগঠনের ১৭৯ জন সদস্যেদের মধ্যে ১৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে নুরুল কবির চেয়ার প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।সাধারণ পদে মাহমদুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।সহসভাপতি পদে কান্ত কুমার সেন মই প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন।এর আগে সহ সাধারণ মোঃকরিম, অর্থ সম্পাদক পদে নুরুল আবছার,
সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।সদস্য পদে নুরুল আবছার কলসী প্রতীক নিয়ে ১২৭ ভোট, ভুলু মিয়া টেবিল প্রতীক নিয়ে ৮১ ভোট ও ইউসুফ আলী হারিকেন প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসের সহকারী নুরুল আবছার(সভাপতি) তার সহযোগি ছিলেন, সদস্য মোস্তাক আহমদ ও আমির বশর এবং মাষ্টার আলাউদ্দিন প্রমুখ।

নির্বাচনের ভোট গ্রহণ শুরু থেকে মনিটরিং করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা । এসময় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন, ( ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ) , (ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজ),
(নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর, (সাংবাদিক শ.ম.গফুর), (সাংবাদিক নুুরমোহাম্মদ শিকদার), (সাংবাদিক এইচ.কে রফিক উদ্দিন), ( সাংবাদিক মাহমুদুল হাসান), (সাংবাদিক আজিজুল হক রানা), (ইউপি সদস্য শফিকুল ইসলাম মেম্বার) (,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার), ( ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা),সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভোট গ্রহণ কালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে সহযোগিতা করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন, এসআই শাহাব উদ্দিন, এসআই মোঃ ইউনুস ও এএসআই মোঃ রবিউল প্রমুখ।ভোট গ্রহণে উক্ত সংগঠনের সদস্যরা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ৫ মার্চ ২০২১)