ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর’র বঙ্গবন্ধুর স্মরণে শোক শ্রদ্ধাঞ্জলি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া;

“মুজিব ছিলো, মুজিব আছে, মুজিব থাকবে!
ওই তো তাকে দেখা যায়!
মুজিব! মুজিব!
জনকের নাম এত সহজেই কি মুছা যায়?”

(রবিবার)রক্তাক্ত ১৫ আগস্ট।সেই কলংকিত কৃষ্ণ দিন। রক্তের অক্ষরে লেখা ধন্য সেই মহামানবের বিয়োগব্যথায় বিহ্বল হওয়ার শোকাবহ দিন। যাঁর নামের উপর রৌদ্র ঝরে। চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা। যাঁর নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি। কে সেই জন? তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী সর্বকালের শ্রেষ্ঠ বাংলা মায়ের সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের এই কৃষ্ণদিনে বাংলাদেশ হারিয়েছে তার স্রষ্টাকে। জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে।আর আমরা হারিয়েছি আমাদের জনক কে। আজ বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।এ দিনে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।চিরঞ্জীবী হউক বঙ্গবন্ধু,চিরঞ্জীব হউক বাংলাদেশ।আমি মরহুম শেখ মুজিব সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করছি।

শোকময়তায়ঃ ছৈয়দুল বশর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঘুমধুম ইউনিয়ন শাখা,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

সীমান্তবাংলা / ১৪ আগষ্ট ২০২১