ঘুমধুমের কচুবনিয়ায় ডিভোর্সী স্ত্রীর কান্ড: বসত বাড়িতে হামলা- ভাংচুর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক:

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকায় ডিভোর্সী স্ত্রীর নানা মুখী নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে মোজাফফর সওদাগর নামের নিরীহ এক প্রাত্তন স্বামী।অভিযোগ উঠেছে প্রাত্তন স্বামীর বসত বাড়িতে হামলা আর ভাংচুরের।

ভুক্তভোগী সুত্রে জানা যায়,নানা কারণে অতিষ্ঠ হয়ে বিগত ৬-৭ মাস পূর্বে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার সমাজ সর্দার হামিদুল হকের সামনে স্বামী মোজাফফর সওদাগর কচুবনিয়াস্থ বাড়িতে স্ত্রী রেহেনা আক্তারকে মৌখিক ৩ তালাক বায়না প্রদান করেন এবং আলাদা বসবাস করে আসছেন দু’জনই।এরই প্রেক্ষিতে ১২ মার্চ( মংগলবার) সকালে উখিয়াস্থ কাজী অফিসে গিয়ে উখিয়ার বটতলী ওয়ালাপালং এলাকার মৃত নছরত আলীর কন্যা রেহেনা আক্তার(৪৪)কে লিখিত ডিভোর্স প্রদান করেন মোঃ মোজাফফর সওদাগর।

ভুক্তভোগী সাবেক স্বামী মোজাফফর সওদাগর এ প্রতিবেদককে বলেন,গতকাল ১১ই মার্চ সন্ধ্যা থেকে ডিভোর্সী স্ত্রী রেহেনা আক্তার আমার বাড়িতে এসে উপর্যপরী হামলা চালায় এবং ভাংচুর করে।এতে আমার বাড়ির ব‌্যবহ্নত পানির ট্যাঙ্কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে টাঙ্কি ফেটে যায়, সে আমার বাড়িতে এসে অশ্লীল ভাষায় গাল মন্দ করেন। আমাকে জানে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেন। এতে আমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে প্রাত্তন স্বামী মোজাফফর সওদাগর, নিজের জানমাল রক্ষায় আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।