কাল বিক্ষোভ, রবিবার হরতাল ডেকেছে হেফাজত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৬, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন কর্মী নিহত এবং শতাধিক কর্মী আহতের ঘটনায় শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। পরদিন রবিবার সারাদেশে হরতাল পালন করবে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সংগঠনটি।

শুক্রবার রাত আটটার দিকে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম মসজিদে মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের সঙ্গেও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে চারজন মারা যান, যাদেরকে নিজেদের কর্মী বলছে হেফাজত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায়ও বিক্ষোভের সময় একজন নিহত হন।

 

২৬মার্চ/জেবি/এডমিন/ইবনে যায়েদ

সংবাদটি শেয়ার করুন