কক্সবাজারে খতিয়ানভুক্ত জমিতে রাস্তা নির্মাণ: হামলায় মহিলাসহ আহত ৬

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২

 

বার্তা পরিবেশক
শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে নিতে আবারো হামলা করেছে ভূমিদস্যু চক্র। এতে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি দখলের পাঁয়তারা করছে আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে একটি ভূমিদস্যু সিন্ডিকেট। সিন্ডিকেটটি জমি দখলে একাধিকবার আনোয়ারা বেগমের পরিবারের উপর হামলা চেষ্টা করেছে। সর্বশেষ একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বৃহস্পতিবার আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে সশস্ত্র হামলা চালায় হারুন, গিয়াস, রানা, বাপ্পি, সানিসহ আরও ২০—২৫ জন সন্ত্রাসী। এসময় আনোয়ারা বেগম, তার মেয়ে মরিয়ম, ছেলে ওমর ফারুক, আসমা, রাজন, খোকন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তারমধ্যে ওমর ফারুকের অবস্থা বেগতিক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত আনোয়ারা বেগম বলেন, গত বুধবার আমার মাকে দেখতে আমি ও ছেলে হাসপাতালে যায়। সন্ধ্যায় তারা আমার বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে আবারো দুই দফায় হামলা চালায় তারা। খতিয়ানভুক্ত জমিতে ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা নির্মাণ কোন আইনে আছে। দখলবাজ চক্র কিছু না মেনে ন্যাক্কারজনকভাবে জোরপূর্বক আমাদের জমি দখলে নিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আহমদ হোসেন গুরা মিয়া ও গিয়াস উদ্দিন। তারা জানিয়েছেন, এলাকার স্বার্থে কথা বলায় তাদের উপর হামলা করা হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।