আজ বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১

সীমান্তবাংলাঃ জাতীয় সংসদের এ বছরের প্রথম অধিবেশন বসছে আজ। একাদশ জাতীয় সংসদের একাদশ এই অধিবেশনটি করোনাকালীন অন্য চারটির মতো যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে করোনা সংক্রমণে কারণে এবার দীর্ঘ হবে না।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বছরের প্রথম এ অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

অধিবেশন সম্পর্কে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হয়ে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। শুরুর দিন বিকাল ৪টায় অধিবেশন বসলেও বাকি দিনগুলো বেলা ১১টা থেকে অধিবেশন বসবে। অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার করা প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

সংসদ সচিবালয়ে কর্মরতদেরও অধিবেশন চলার সময় সংসদ ভবনে প্রবেশ সীমিত থাকবে। কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা শুধু রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে একদিন সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন।

(সীমান্তবাংলা/R.M.R/ ১৮ জানুয়ারি ২০২১ইং)