রাজাপালং ইউনিয়নের তুতুরবিল রাবার ড্যাম খালে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন, দূ ‘পাশের শতাধিক বসতবাড়ি বিলীন হওয়ার আশংকা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২

আব্দুল লতিফ বাচ্চু;

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল রাবার ড্যাম খালে প্রতিদিন দুই থেকে তিন টি ড্রেজার মেশিন বসিয়ে সঙ্গবদ্ধ একটি বালুখেকো চক্র প্রতিদিন দিনদুপুরে বালু উত্তোলন করে পাচার করা যাচ্ছে।
সংশ্লিষ্ট প্রশাসনের কোন নজরদারি না থাকায় এই সব বালুখেকোরা আরো বেপোরোয়া গতিতে বালু উত্তোলন প্রতিযোগিতায় নেমেছে।

ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার লেখালেখি হলেও প্রশাসনের কোন নজরদারি না থাকায় বালুখেকোরা আরো উৎসাহিত হয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পাচার অব্যাহত রেখেছে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান বালুখেকোদের এই তান্ডব থামানো না হলে আসন্ন বর্ষা মৌসুমে খালের ভাঙ্গন সৃষ্টি হয় দুপারের শতাধিক বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করে এলাকাবাসী সহকারী কমিশনার ভূমি উখিয়াও
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সীমান্তবাংলা / ২৭ মার্চ ২০২২