মাষ্টার শাহ আলমের কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৭, ২০২১

#কবির #কাব্যিক #অনুষঙ্গ
মাস্টার শাহ্ আলম

কবিতা কবিকে কাঁদায়, কবিতা কবিকে হাসায়
কবিতা কবিকে ঘুম পাড়ায়, কবিতা কবিকে জাগায়।
বাংলার আকাশ, নিসর্গ,সাগর, নদী,প্রকৃতি
কবি হৃদয়ে জন্মায় কবিতা, জ্বালায় প্রদীপ বাতি।
আকাশ কবিকে দেয় বিশালতার বিরল কাব্য
তারা তারা ফুল ফোটায় মানব হৃদয় হতে সভ্য।
নিসর্গের বিলোল রূপ -অপরূপ দেয় উচ্ছ্বলতা
হৃদয় মানসে কবিতায় জেগে উঠে পরম পূততা।
জেগে উঠে কবি খুঁজতে থাকে কবিতার অমিয় খোরাক
প্রকৃতি কবিকে দেয় লুপে নিতে তার সর্বাঙ্গ বেবাক।
সূর্য কবিকে দেয় অনুপ্রেরণার তেজোদীপ্ত উৎসানুরাগ
সূর্য কবিকে দেয় আলো বিলানো ও মধুময় সোহাগ ।
চাঁদ আসে হাসে,জোছনা মাখা রাত ভালোবেসে
বিলায় জোছনাধারা কবিতার পাতায় অবশেষে।
আসে সাগর তার বিশালত্বের মহিমায় উদ্ভাসিত
উর্ম্মিরা খেলে যায় কবিতার পাতায় উচ্ছ্বল প্রাণবন্তে।
আসে পাহাড় গিরি মৌণ উদারতার প্রতিকীলয়ে
ভাবুক কবির উন্মন মন কবিতা নিভৃতে নিলয়ে।
রঙধনুর সাতরঙে সাজায় কবি কবিতা তাহার
সাতরঙা শাড়ি পরায় সারা গায় রূপসী বাংলার।
বিস্তৃত ফসলের মাঠ কবিকে দেয় সারস সজীবতা
বাংলার ফসল বুকে জড়িয়ে কবি গাহে গাঁথা।
নদী দেয় স্রোতধার অপ্রতিরোধ্য গতিময়তা
কবি কহে এদেশ আমার কবিতা খোরাক অমৃতা।।
—————
রচনা কাল:১৭/০৬/২০২১ ইং
উখিয়া সাহিত্য কুঠির,উখিয়া,কক্সবাজার