আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২

 

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃ

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে। কোভিড মহামারির কারণে গত দুই বছর বিরতি দিয়ে আগামী ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হয়েছে।
বিষয়টি তাবলিগ জামাতের মুরুব্বি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করেছেন। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুর জেলা প্রশাসক টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন।

জানা গেছে, ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। কয়েক বছর আগে প্রথমে নিরাপত্তার কারণে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছিল। বর্তমানে ইজতেমা আয়োজনে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আলাদাভাবে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপ ভারতের মাওলানা সাদ অনুসারী এবং অপরটি মাওলানা যোবায়েরের অনুসারী। তাই আগামী জানুয়ারি মাসের ৬, ৭, ৮ (শুক্র, শনি ও রবিবার) প্রথম পর্ব এবং চারদিন বিরতি দিয়ে ১৩, ১৪, ১৫ জানুয়ারি (শুক্র, শনি ও রবিবার) দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, গাজীপুর মহানগরীর টঙ্গী তুরাগ নদীর তীরে ধারাবাহিক ভাবে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে অনুষ্ঠিত হয়ে আসছিল মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। কিন্তু মহামারি করোনার কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। দুই বছর বিরতির পর আবার ২০২২ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

মাওলানা সাদ অনুসারী মাওলানা হারুন অর রশিদ জানান, করোনা মহামারির কারণে দুই বছর ইজতেমা আয়োজন করা যায়নি। এখন করোনা অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য অনেক দিন থেকেই আলোচনা চলছিল। তাই আগামী বছর ২০২৩ সালের জানুয়ারির ৬, ৭, ৮ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব।