কথা রাখলেন ডিসি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

 

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদটি পূর্ণ নির্মানে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি দেওয়া অনুদান ১ লক্ষ টাকার চেক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
গত ১ জুলাই বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় একই দিনে একই স্থানে ৭টি সড়ক দূর্ঘটনা ঘটে এত একজন নিহত হন। সেই সময় একটি ট্রাক রাস্তার পাশে থাকা ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় মসজিদে ঢুকে পড়ে এতে মসজিদটির সামনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় দিনাজপুর জেলা প্রশাসক তৎক্ষনাৎ মসজিদটি ক্ষতিগ্রস্ত জায়গাটি পূর্ণঃ নির্মানের লক্ষ্যে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষনা দেন। সেই অর্থ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর পক্ষে ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোঃ সাজেদুর রহমান চৌধরী ও সাধারণ সম্পাদক মোঃ রকুনুজ্জামান রনির হাতে চেকটি তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল।
উল্লেখ্য সড়ক দূর্ঘটনার দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ক্ষতিগ্রস্ত মসজিদটি পরিদর্শন করেন এবং মসজিদের ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতের প্রয়োজনে তার ব্যক্তিগত অর্থ হতে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেই সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্ত মসজিদটির জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। আজ সেই অর্থ প্রদান করা হলো।