বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উখিয়া শাখা গঠন কল্পে আলোচনা সভা অনুষ্টিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০

শাহীন মঈনুদ্দীনঃ আইসিটি এক্ট এর মাধ্যমে সাংবাদিক হয়রানি, সাংবাদিক নির্যাতন বন্দ্বে যুগোপযোগী আইন প্রনয়ন, তালিকাভুক্ত সাংবাদিকদের রাষ্ট্রীয় সম্মানী প্রদানসহ মফস্বল সাংবাদিকদের পক্ষে ১৪ দফা দাবি নিয়ে সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসওফ) এর কমিটি ঘঠন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ ( ১৫ ডিসেম্বর) মঙ্গলবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বি এম এস এফ) উখিয়া উপজেলা কমিটি গঠনকল্পে উখিয়া প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় আইকন নিউজ টুডের সম্পাদক, এম আয়াজ রবির সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ মিজান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি, কক্সবাজার পোষ্টের সম্পাদক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক, উখিয়া বার্তার সম্পাদক কমরুদ্দিন মুকুল, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি, উখিয়া খবরের সম্পাদক শফিউল ইসলাম আজাদ, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সীমান্ত বাংলার সম্পাদক মেসলেহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রশিদ মিজান বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা দাবি নিয়ে সারাদেশে কাজ করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিকরা যেখানে নির্যাতন হচ্ছে সেখানে ছুটে যাচ্ছে বিএমএসএফ। সাংবাদিকদের নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। এজন্য আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধতার বিকল্প নাই।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন সাংবাদিককে গ্রেফতার না করার দাবিও জানান তিনি।

উখিয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বাচ্চুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডি দর্পণের সম্পাদক রফিক মাহমুদ, সীমান্ত বাংলার বার্তা সম্পাদক মঈনুদ্দিন শাহীন, কক্স টিভির বার্তা প্রধান শফিউল শাহীন, লেখক-সাহিত্যিক মোহাম্মদ ইউসুফ, কক্সবাজার টুডের প্রকাশক রিদুয়ানুর রহমান, ডেইলি কক্স নিউজের প্রকাশক এম ফেরদৌস ওয়াহিদ, উখিয়া বার্তার বার্তা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া প্রেসের প্রকাশক হেলাল উদ্দিন’সহ অনেকে।

সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন দৈনিক আলোকিত দেশের স্টাফ রিপোর্টার শাকুর মাহমুদ চৌধুরী।

( সীমান্তবাংলা/ ১৫ ডিসেম্বর ২০২০)