বাঁশখালীতে অবৈধভাবে বালি উত্তোলন ও মাটি কাটার দায়ে আড়াই লক্ষ টাকা জরিমানা 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

আলমগীর ইসলামাবাদী বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি”

বাঁশখালীতে মোবাইলকোর্ট পরিচালনা করে ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও মাটি কাটার দায়ে স্ক্যাভেটর ও ৩টি ডেম্পার জব্দ পূর্বক ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।

সোমবার (২৮ নভেম্বর২২) বিকেলে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল ও নাপোড়া সীমান্ত ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় ছড়া কেটে বালি উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর ও ৩টি ডেম্পার ট্রাক জব্দ করে স্থানীয় চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর হোসেনের জিম্মায় দেওয়া হয়। মোবাইলকোর্টের উপস্থিতি টের পেয়ে বালি ও মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত সরাঞ্জামাধি জব্দ সহ ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ বিধ্বংসকারী ভূমিদস্যুদের বিরোদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।