বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কা মা -ছেলের মৃ-ত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩

 

স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে চালক।

আজ শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় পনে সাতটার দিকে শাজাহানপুর উপজেলার (ঢাকা-বগুড়া) মহাসড়কে কাঁটাবাড়িয়া রাস্তার মোড় এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠু(৩২) এর স্ত্রী জাকিয়া আক্তার ( ২৫) এবং ছেলে তাসফিয়ান (৬) ।

স্থানীয় সূত্রে জানা যায়,মিঠু মোটর সাইকেল যোগে তার স্ত্রী ও ছেলে সন্তানকে নিয়ে বগুড়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন ৷ এমন সময় উপজেলার কাঁটাবাড়িয়া মোড় এলাকায় পৌঁছালে মহাসড়কের নির্মাণধীন ফোরলেন পরিবর্তনের সময় পিছনে থাকা ট্রাক ধাক্কা দেয় এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে মৃত্যু হয় ৷ গুরুত্বর আহত অবস্থায় চালক(মিঠু) কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷

আড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছি ৷ ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মা ও শিশু ছেলে সন্তানের মৃত্যু মৰ্মান্তিক ৷

বগুড়া শেরপুর (গাড়িদহ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে ৷ চালকসহ ঘাতক ট্রাক ও দূৰ্ঘটনা কবলিত মোটর সাইকেল জব্দ করা হয়েছে ৷ আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে ৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, চালকসহ ঘাতক ট্রাক ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নিকট আটক আছে ৷