প্লে-অফ নিশ্চিত করতে কুমিল্লার মুখোমুখি চট্টগ্রাম

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সফলতম দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টলার দলটি। এ অবস্থায় নিজেদের নবম ম্যাচে আজ দুপুরে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। এ ম্যাচে জয় পেলেই প্লে-অফ একরকম নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রামের।

অপরদিকে, প্লে-অফের দৌঁড়ে টিকে থাকতে হলে হারা যাবে না কুমিল্লার। আসরে সাত ম্যাচে মাত্র দুই জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে রংপুর রেঞ্জার্সের সঙ্গে যৌথভাবে পাঁচে আছে কুমিল্লা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুমিল্লা।

এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিতের দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই জয়ের মধ্যে আছে তারা।

মাহমুদুল্লাহর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। অধিনায়ক হিসেবে পুরোপুরিই সফল তিনি। এমনকি ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮৯ রান করেছেন তিনি। এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। বল হাতেও উইকেট শিকারে সবার উপরের স্থানটি দখল করেছেন চট্টগ্রামের পেসার মেহেদি হাসান রানা। ৬ ইনিংসে ১৩ উইকেট ঝুলিতে রয়েছে তার।

এদিকে, প্লে-অফ নিশ্চিতের দৌঁড়ে বেশ পিছিয়ে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফের দৌঁড়ে ভালোভাবে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না কুমিল্লা। কিন্তু চট্টগ্রামের মত দলগত পারফরম্যান্স করতে পারছে না তারা।

অবশ্য ব্যাট হাতে রানের ধারাবাহিকতা রয়েছে কুমিল্লার বর্তমান অধিনায়ক ডেভিড মালান। ৭ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩০৩ রান করেছেন তিনি। যা এবারের আসরে সর্বোচ্চ। তবে শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে জিততে হলে দলীয় পারফরম্যান্স দেখাতে হবে তাদের।