তুমব্রু সীমান্তে খালের পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩

 

এম এ রহমান সীমান্ত ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত খালের পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ যুবক ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া উলুবুনিয়া গ্রামের রব্বানীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫) বলে স্থানীয়রা শনাক্ত করেন।

শনিববার(২৬ আগষ্ট) সকাল ৮টায় সীমান্ত খালের গভীরে নিখোঁজ হওয়া যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার পরবর্তী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছলে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিহতের লাশটি স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এসে লাশ সুরত হাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি বলেন শুক্রবার বিকালে গরু চড়াতে গিয়ে খাল পার হওয়ার সময় পানির গভীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আলম জানান শুক্রবার নামাজের পর সীমান্ত খালের ওপারে গরু চড়াতে গিয়ে তুমব্রু সীমান্ত খালে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় দেলোয়ার হোসেন নামের যুবকটি। পরে তাকে উদ্ধার করার জন্য স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। ২৬ আগষ্ট সকালে তাকে উদ্বার করা হয়।