টেকনাফে বিজিবি’র সাথে স্থানীয়দের সংঘর্ষে নিহত ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩

 

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৬ জন গুলিবিদ্ধ হয়। বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন।

নিহত ব্যক্তির নাম রফিক। তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। এছাড়া আহতরা হলেন— স্থানীয় ফুটবলার তৌহিদুল ইসলাম রাজু, মো. ইসমাঈল, মো. উসমান ও মুজিবুর রহমান। আহত কয়েকজনের পরিচয় পাওয়া যায়নি।

লে. কর্নেল মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল মারে। এতে বিজিবির এক সদস্য আহত হন। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে আতঙ্কজনক পরিবেশ তৈরি করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ ঘটনায় এক রোহিঙ্গা মারা যায়।