মিথ্যা মামলায় অব্যহতি পেলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছেন চৌধুরী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩

 

রাশেদুল আলম : স্টাপ রিপোর্টার

কক্সবাজার চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান নবী হোছেন চৌধুরীকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ডাকাতি মামলা থেকে অব্যহতি দেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জাজ ২য় আদালত, কক্সবাজার।

বি গত ০৩/০২/ ২০২০ সালে চকরিয়া থানায় খালেদা বেগম নামে একজন মহিলা অজ্ঞাতনমা ১০/১৫ জনকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করেন অত্র মামলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছেন চৌধুরীকে ১১ নং ক্রমিকে আসামী করে ১৬ জনের নামে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অত্র মামলাটি বিচারের জন্য বদলী হইয়ে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত আসলে গত ২৪/০৫/২০২৩ ইং তারিখ চার্জ শুনানির দিন ধার্য করেন উক্ত তারিখে চেয়ারম্যান নবী হোছেন চৌধুরীর পক্ষে নিয়োজিত বিজ্ঞ এডভোকেট জনাব শওকত ওসমান মাননীয় আদালতে অব্যহতির দরখাস্ত দাখিল করেন মাননীয় আদালত উক্ত দরখাস্ত দীর্ঘক্ষন শুনানির শেষ আজ ০২/০৮/২০২৩ ইং তারিখ আদেশের দিন ধার্য করেন। আজ অধ্য সকাল ১১:৩০ মিনিটের সময় মাননীয় আদালত অন্যন্য আসামীদের উপস্থিত চেয়ারম্যান নবী হোছেনকে উক্ত মামলা হতে অব্যহতি প্রদান করে অপরাপর আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন

এ বিষয় চেয়ারম্যানের পক্ষে আইনজীবী এডভোকেট শওকত ওসমান বলেন তদন্ত কারি কর্মকর্তা চেয়ারম্যানের প্রতিপক্ষের ইংদানে অত্র মালামায় হয়রানী করার জন্য মিথ্যা ও ষড়যন্ত্র মূলকভাবে জড়িত করা হয়ছে যাহা মাননীয় আদালতে অব্যহতি আদেশের মাধ্যমে প্রমানিত হয়

চেয়ারম্যান নবী হোছেন চৌধুরী বলেন অত্র মামলার বিষয় ঘটনার বিষয় আমি কিছু জানি না আমাকে আমার প্রতিপক্ষ আমাকে হয়রানি করার জন্য তদন্ত কারি কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে আমার নামটা প্রতিবেদনে দিয়েছে আল্লাহর রহমতে মাননীয় আদালত আমাকে অব্যহতি প্রদান করেন।