ঘুমধুমের ইয়াবা ডন যুবদল নেতা জকিরা ফের কারাগারে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ইয়াবা ডন,জলপাইতলী-পশ্চিমকুলের ভাই-ভাই ইয়াবা সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড,ইউনিয়ন যুবদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক জকির আহমদ কে জেলহাজতে প্রেরণ করেছে বান্দরবানের একটি বিচারিক আদালত।জকির আহমদ(৪০)ঘুমধুম ইউপির ১ নং ওয়ার্ডের খিজারী ঘোনার ছৈয়দ আলমের ছেলে।

বান্দরবান কোর্টে জিআর-২০২/১৭ মামলায় গত ৩০ ডিসেম্বর ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষিত হয়েছিল জকির আহমদের বিরুদ্ধে।রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।১১ জানুয়ারী দুপুর ৩টার দিকে উক্ত মামলায় আত্নসমর্পণ করে জামিন আবেদন করলে বান্দরবান ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদুল আলম শিকদার জামিন নামঞ্জুর করে জকির আহমদকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্ল্যেখ ঘুমধুম সীমান্তের শীর্ষ ইয়াবা কারবারি গত বছরের ২৭ জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কে বিপুল ইয়াবা নিয়ে আরোও ৪ সহযোগী ও নোয়া গাড়ীসহ র‍্যাব-১৫’র হাতে আটক হয়ে দীর্ঘদিন জেলে ছিল।গত ২৯ ডিসেম্বর জামিনে বেরিয় আত্নগোপনে থেকে ইয়াবা পাচারে নেমে পড়ে।

সীমান্তবাংলা / ১১ জানুয়ারী ২০২২