কলাতলী এলাকায় ৯,৯৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে RAB -১৫।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৭, ২০২১
{“uid”:”88C09FFC-4710-4C38-AC16-83A74253918F_1623076242256″,”source”:”other”,”origin”:”unknown”,”total_draw_actions”:2}

সীমান্ত বাংলা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী¯’ হোটেল লং বীচ এর বিপরীতে বীচ বিরাম রেস্তোরা এবং বিরিয়াণী হাউজ এর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০৬/০৬/২০২১ খ্রিঃ আনুমানিক ২২.৩০ ঘটিকায় উপরোক্ত ¯’ানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপ¯ি’তি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। কামাল হোসেন (৩১) (রোহিঙ্গা), পিতা- লাল মিয়া, মাতা-ধলা বিবি, সাং- রেজিস্টার্ড রোহিঙ্গা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, বøক-সি, মাঝি- শামসুল আলম, কুতুপালং, ২। আবুল হাশেম (২৬), পিতা-আবুল কালাম, মাতা- মাহমুদা খাতুন, সাং-পশ্চিম হলদিয়া পালং, জামবাগান, ইউপি- হলুদিয়া পালং (০৬ নং ওয়ার্ড), উভয় থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ৩। জাফর আলম (৪০), পিতা- মৃত আহম্মদ হোসেন, মাতা- মৃত আমেনা খাতুন, সাং- পূর্ব বড়বিওলা, ইউপি-চড়পাড়া (০৪ নং ওয়ার্ড) থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের ধৃত করে। ঐ সময় উপ¯ি’ত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যব¯’া গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করূন