রামুতে ইয়াবাসহ র‍্যাব- ৪’র হাতে আটক – ২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১০, ২০২১

মুসলিম উদ্দিন সীমান্ত সংবাদদাতা : কক্সবাজারের রামুতে ইয়াবা সহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৪ । আটককৃতরা হলেন উক্ত উপজেলার রাজারকুল এলাকার মৃত চানমিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিরাজুল ইসলামের স্ত্রী আঁখি খানম (২৪) নামে উক্ত দুইজনকে আটক করে । তাদের হেফাজত থেকে- ৪৮০০

(চার হাজার আট শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছে র‍্যাব -৪ ।

ঐ সময় অভিযানে নেতৃত্ব দেয়া র‍্যাব- ৪’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কদমতলী থানার শনির আখড়ার রসুসই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত থেকে- ৪৮০০
(চার হাজার আট শত) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাব-৪ এর একটি দল।

সুত্রে জানা যায় আটককৃত মোহাম্মদ হোসেন কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীতে ভিবিন্ন স্থানে বিক্রির জন্য আঁখি খানমের কাছে দিতেন। গ্রেফতার আঁখি খানম রাজধানীর বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন। এমনকি লোভ সামলতে না ফেরে মেয়েটির মাও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আখিঁ খকনমের মাকে ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব’র সিনিয়র এএসপি উনু মং।

তিনি গণমাধ্যমকে, গ্রেফতারকৃতরা পরস্পর দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের – ৪ এই কর্মকর্তা এএসপি উনু মং ।