“একজন পদ্মলোচন” মাষ্টার শাহ আলমের কবিতা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৩, ২০২১

      একজন পদ্মলোচন
———– মাস্টার শাহ আলম

এখানে সুউচ্চ বিদ্যাপীট চকরিয়া বিশ্ব বিদ্যালয় কলেজ প্রিন্সিপাল পদ্মলোচন স্যার,বিলিয়ে যাচ্ছেন অবিরাম নলেজ।
এক সমুদ্র জ্ঞান লালন করা এক মানবিক বুক
যে বুকে লালিত সদা মানবতার কল্যাণ সুখ।
এ বুক থেকে বেরিয়ে আসে ছন্দময়ী কবিতা
মানবিক প্রেম আর দেশপ্রেমের প্রদীপ্ত বারতা।
কখনো বেরিয়ে আসে তথ্যভিত্তিক প্রবন্ধ রাশি
সমাজ বিন্যাস অথবা আর্থিক সঙ্গতির হাসি।
কখনো গল্প যথা উদ্ভাসিত সামাজিক দর্পণ
প্রতিফলিত তথা মনস্তাত্ত্বিক অবলোকন দর্শন।
বিলায়িত এ বুক তাঁর সৌম্যময় সবুজ রম্যভূমি।
এ ভূমিতে চাষ হয় জ্ঞান রশ্মি, তাইতো নমি;প্রণামী!
জ্ঞান রশ্মি শিক্ষার্থীরা শিক্ষা অবসানে ছড়িয়ে সেবায়
দেশমাতৃকার কল্যাণে দেশ গড়ে সোনার বাংলায়।
তিনি দেশ প্রেম বুকে জ্ঞানের আলো বিতরণে ব্যস্ত
অহর্নিশ সাধনা তাঁর সুউজ্জ্বল জীবন গড়ায় ব্রত।
পদ্মফুলের শুভ্রতায় শুভ্রোজ্জ্বল তাঁর জ্ঞান প্রজ্ঞা
ধর্মে কর্মে শিক্ষাদানে বিরল ব্যক্তিত্বের সংজ্ঞা।
পাপলেশহীন সারল্যেপূর্ণ মৃন্ময় সংলাপ মুখে
মানবতার প্রতীক তিনি ভালবাসে সুশীল লোকে।
বড়ো অমায়িক শান্তশিষ্ট্য এ মহান শিক্ষা গুরু
আর্দশ শিক্ষার বিমূর্ত প্রতীক জ্ঞানের মহিকল্পতরু
সান্নিধ্যে তাঁহার অজস্র শিক্ষার্থী শিক্ষায় মাতোয়ারা
শ্রদ্ধেয় স্যার পদ্মলোচন চাঁদ,_শিক্ষার্থীরা তারা!

উখিয়া সাহিত্য কুঠির
রচনাকাল ঃ ১৩/০৬/২০২১