ঘুমধুমে রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আকতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৩, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করেছে জেলা পুলিশ সুপার জেরিন আকতার বিপিএম।১৩ জুন দুপুরে তিনি রেডিয়েন্ট গার্ডেনে আসলে তাকে স্বাগত জানান রেডিয়েন্ট গার্ডেনের পক্ষ থেকে।
পরিদর্শন কালে তিনি বনায়ন প্রকল্পের বিভিন্ন স্পট ঘুরে দেখেন।
এসময় রেজুয়ানুল আহমদ (এএসপি সার্কেল লামা),
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন,আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন,লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগত পুলিশ কর্মকর্তাদের স্বাগত জানান,রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প সমন্বয়কারী মশহুর উর রহমান লিটন ও স্থানীয় প্রতিনিধি, ঘুমধুম ইউনিয়ন যুুবলীগ সভাপতি এম.ছৈয়দুল বশর ও সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার প্রমুখ।

উল্ল্যেখ্য বান্দরবান পুলিশ সুপার ওইদিন ঘুমধুম আসার পথে তুমব্রু জিরো পয়েন্টের রোহিঙ্গা বস্তি,ঘুমধুমের আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রও পরিদর্শন করেন।

সীমান্তবাংলা/ শ ম গ/ ১৩ জুন ২০২১