উ‌খিয়ায় আবারও পুড়‌লো রো‌হিঙ্গা‌দের বস‌তি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২

উ‌খিয়া প্রতি‌নি‌ধি ● কক্সবাজারের উখিয়া উপ‌জেলায় রোহিঙ্গা ক্যাম্প ৫এ পুড়ে গেছে রোহিঙ্গাদের ২৯টি বসতি।

সোমবার,১৭‌ডি‌সেম্বর রাত অনুমান দেড়টার দিকে ক্যাম্প ৫ এর ইরানী পাহাড় নামক এলাকা জি২ ব্লকে ‌রো‌হিঙ্গা বস‌তি‌তে আগুনের সূত্রপাত। উ‌খিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আন‌তে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে জা‌নি‌য়ে‌ছেন উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ এমদাদুল হক।

ক‌্যা‌ম্পে আইন শৃঙ্কলায় নি‌য়ো‌জিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, আগুনে পুড়ে গেছে দুই ব্লকের ২৯টি বসতি। এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ত‌বে বস‌তি‌তে আগুনের সুত্রপাত সম্প‌র্কে এখনও অজানা।

গত ৯ জানুয়ারি একইভা‌বে উখিয়ার শফিউল্লাহ কাটা নামক স্থা‌নে শরণার্থী বস‌তি‌তে অগ্নিকাণ্ডে প্রায় ৬শটি ঘর পুড়ে অন্তত ‌তিন হাজারের মত মানুষ আশ্রয়হীন হ‌য়ে প‌ড়ে।

একইভাবে ৭ দি‌নের ব‌্যবধা‌নে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী‌তে ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এসময় হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।