উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ত্রানসামগ্রী বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান ও মহামারী করোনা সংক্রমনকালে কর্মহীন হতদরিদ্র অসহায় ১০০ প‌রিবা‌রের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার প্রথম ধাপের উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীসহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, পর্যায়ক্রমে সকলের কাছে সরকারি সহায়তা পৌছে দেয়া হবে। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্তবাংলা/ ২৩ এপ্রিল ২০২১