উখিয়ায় সিআইসি অফিসে ঘুষের টাকা নিয়ে তদবির, রোহিঙ্গা সন্ত্রাসী আটক কারাদণ্ডাদেশ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মনোনীত হতে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছে এক রোহিঙ্গা সন্ত্রাসী।

২ সেপ্টেম্বর দুপুর ২ টায় তাকে উখিয়ার থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪’র ক্যাম্প ইনচার্জ (সিআইসি)অফিস থেকে আটক করা হয়।আটক রোহিঙ্গা সন্ত্রাসী মোঃ শোয়েব(২৭) থাইংখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪
এর ব্লক-বি ৩ ও ১৬৭ নং বস্তিঘরের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে এবং রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য।

মোঃ শোয়েব বৃহস্পতিবার দুপুরে হাকিম পাড়া ক্যাম্প- ১৪ এর সিআইসি মনজুর রহমানের অফিসে ঢুকে হেড মাঝি মনোনীত করার জন্য ৮০ হাজার ঘুষের টাকা নিয়ে তদবির করতে থাকে।

এক পর্যায়ে ক্যাম্প ইনচার্জ( সিআইসি) এপিবিএন পুলিশের মাধ্যমে উক্ত রোহিঙ্গা সন্ত্রাসী কে আটকের নির্দেশ দেন।আটক পূর্বক উক্ত রোহিঙ্গা কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন।এসময় তার ব্যবহ্নত ২ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

বিকেল ৪ টায় তাকে কক্সবাজারে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন হাকিম পাড়া ক্যাম্প-১৪’র সিআইসি মনজুর রহমান।

সীমান্তবাংলা / ২ সেপ্টেম্বর ২০২১