উখিয়ায় ৭ হাজার পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থসহায়তা প্রদান শুরু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ;;

কক্সবাজারের উখিয়ায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান শুরু হয়েছে। ডাব্লিউএফপি’র অর্থায়নে জেলা প্রশাসকের নির্দেশে উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উখিয়া উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার হতদরিদ্র ৭হাজার জন শ্রমিকদের মাঝে নগদ টাকা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে জনপ্রতি নগদ ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।নগদ অর্থ সহায়তা পেয়ে কয়েকজন উপকারভোগী জানান,আর্থিক সমস্যায় জর্জরিত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী অফিসার জানান,কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে ডব্লিউএফপি’র অর্থায়নে পাঁচ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার হতদরিদ্র ৭হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
নগদ অর্থ সহায়তা বিতরণকালে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তবাংলা / ২ সেপ্টেম্বর ২০২১