উখিয়ায় লকডাউন অমান্য করায় কারাগারে ৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৩, ২০২১

 

শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।

করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় কক্সবাজারের উখিয়ায় টমটম চালক সহ তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন, উখিযা রাজাপালং সিকদারবিল গ্রামের সোলতান আহমদ এর ছেলে ওসমান সরওয়ার কে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

হলদিপালং ইউনিয়ন হাতিরঘোনা গ্রামের ওলা মিয়া মিস্ত্রীর ছেলে বশির(৩৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রত্নাপালং ইউনিয়ন খন্দকারপাড়া গ্রামের ইয়াছিন এর ছেলে শফিউল করিম কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এর আগে গতকাল তিনটি পৃথক অভিযানে ২৯ মামলায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষকে ২৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

আগামী দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সীমান্তবাংলা /৩ জুলাই ২০২১