উখিয়ায় পাচারকালে বালুভর্তি ডাম্পারসহ আটক-১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;;

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ও বালুখেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে পাহাড়ের বালি ভর্তি একটি ডাম্পার সহ একজন আটক হয়েছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিট কর্মীদের হাতে। শুক্রবার(২৪ সেপ্টেম্বর ) দুপুরে থাইংখালী বনবিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন জানান,কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও পাহাড়ের মাটি পাচার কালে উখিয়া রেঞ্জের থাইংখালী বিট বনকর্মীদের নিয়ে তেলখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পাহাড়ের বালি মাটি পরিবহন কালে একটি ডাম্পার গাড়ি এবং একজন আসামী আটক করা হয়।আটককৃত ডাম্পার উখিয়া উপজেলা অফিসে হেফাজতে রাখা হয়েছে বলে জানান,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

সীমান্তবাংলা / ২৪ সেপ্টেম্বর ২০২১