কক্সবাজারের গভীর সমুদ্র থেকে ৪লাখ ৩০হাজার ইয়াবাসহ ৫জন আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে গভীর সাগরে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিছ ইয়াবাসহ একটি মাছ ধরার ট্রলার জব্ধ ও ৫ জন মাদক কারবারীকে আটক করেছে।

গোপন তথ্যসুত্রে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারী কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার-মহেশখালী চ্যানেল দিয়ে একটি মাছ ধরার ট্রলারের সাহায্যে ইয়াবার একটি বড় চালান পাচার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল (২৪ সেপ্টেম্বর ২০২১)

আনুমানিক রাত ৩ টার সময় গভীর সাগর থেকে উক্ত মাছ ধরার ট্রলারটি আটক করে এবং ট্রলারে থাকা
মাদক ব্যবসায়ী ১) পটিয়া থানার রশিদ উল্লাহ (৪২), পিতা- মৃত রফিক আহমেদ, ২) কর্নফুলী থানার আমানত করিম (৩৮), পিতা- মৃত কালা মিয়া,
৩) ঈদগাহ, কক্সবাজারের, নাসির উদ্দিন (৩৬), পিতা- মৃত ছালেহ আহমেদ, ৪) ঈদগাহ কক্সবাজারের, মোঃ সাইফুল ইসলাম (২০), পিতা- জহির
আলম, ৫) টেকনাফ থানাধী শাহপরীর দ্বীপের মোঃ
ছৈয়দুর রহমান কে আটক করে। আটকের একপর্যায়ে আসামীদের হেফাজতে থাকা মাছ ধরার ট্রলারটিতে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায়
সর্বমোট চার লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ট্রলারটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, স্থলপথ অনিরাপদ থাকায় তারা সমুদ্রপথে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে দেশের অন্যত্র পাচার করছিল এবং দীর্ঘদিন যাবৎ তারা এ ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সীমান্তবাংলা / ২৪ সেপ্টেম্বর ২০২১