উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১

 

এম রহমান সীমান্ত উখিয়া ;

কক্সবাজারের উখিয়ার ময়নার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দেশী তৈরি অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। ২১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ময়নারঘোনা ক্যাম্প-১২ এর আমর্ড পুলিশের সদস্যরা এফডিএমএন ক্যাম্প-১১ এর বিভিন্ন স্থানে ব্লক রেইড পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মৌলভী নুর হোসেন ওরফে মৌলভী মাজেদ(৪২), পিতা- হামিদ হোসেন, এফসিএন নং- ১৭৮৭৭৬, ব্লক-ই/৪, মোঃ গণি ওরফে ইউনূস ওরফে আব্দুল্লাহ(৩৫), পিতা-নুর হোসেন, এফসিএন নং-২০০১৬০, ব্লক-ই/১১, মৌলভী করিমুল্লাহ(২৮), পিতা- ছালেহ আহমদ, এফসিএন নং-২০২৩৪২, ব্লক-এইচ/১১, ক্যাম্প-১২, মৌলভী নুরুল বশর(৩০), পিতা- লাল মোহাম্মাদ, এফসিএন নং-১১৯৭০০, ব্লক-বি/৩২, ক্যাম্প-৮-ই।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: কামরান হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, এফডিএমএন ক্যাম্প-১১ এলাকায় কয়েকজন এফডিএমএন দুষ্কৃতিকারী ক্যাম্পের ব্লক-ডি/১ এর কাঁচা বাজারের পাশের ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ১৬/১৭ দুষ্কৃতিকারী দৌড়ে পালিয়ে যায়।

সীমান্তবাংলা / ২২ অক্টোবর ২০২১