উখিয়ায় দূর্গম এলাকার ২০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১

সীমান্ত বাংলা প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় দূর্গম এলাকা ২০জন দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল দি‌লেন ইউএন ও নিজাম উ‌দ্দিন আহ‌মেদ। সোমবার, ১৩ সেপ্টেম্বর ১১টায় পালংখালী ইউ‌নিয়‌নের থাইংখালী উচ্চবিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল প্রদান করা হয়।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর ব‌লেন, এ ইউ‌নিয়‌নের দুর্গম পাহা‌ড়ি জনপদ তেল‌খোলা ও মুছারখোলা থেকে পা‌য়ে হে‌টে ছাত্রী‌দের আসা যাওয়ায় দু‌র্ভো‌গের কথা ভে‌বে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ বাইসাই‌কেল প্রদান ক‌রেন।

এম গফুর উ‌দ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, তেলখোলা-মুছারখোলা এলাকার দরিদ্র শিক্ষার্থীদের ঝ‌রেপড়া রোধক‌ল্পে এ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদরুল আলম, পালংখালী ইউ‌পি মেম্বার মোজাফফর আহমদ, মেম্বার জয়নাল আবেদীন,থাইংখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রহিম এবং মোঃ মোস্তফা কামালসহ অন‌্যান‌্যরা।

১৩‌সেপ্ট২১/মউ