নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ আটক-২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১

 

এম. এ রহমান সীমান্ত, উখিয়া;

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ পাচারকারী কে আটক করেছে।জব্দ মদের মূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ সুত্র জানায়,১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে আদর্শ গ্রামের জারুয়ালছড়ি পুলিশী চেকপোস্টে দুই আটক করা হয়।আটকরা হলো,রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়ননের ৭ নং ওয়ার্ডের লটউখিয়ার ঘোনার মৃত আবদুল্লাহর ছেলে মো.ইউনুস(১৯) ও ৬ নং ওয়ার্ডের চেহের আলীর ছেলে মো. আলী(২৪)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র নির্দেশনায় আটক অভিযানে ছিলেন এসআই রাকিবুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

সীমান্তবাংলা / ১৭ সেপ্টেম্বর ২০২১